Logo
শিরোনাম

কুষ্টিয়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত:শনিবার ২৩ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা রেলওয়ে স্টেশনে ইঞ্জিনসহ ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হালসা রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে ইঞ্জিনসহ লাইনচ্যুত ট্রেনের ৩টি বগি উদ্ধার কাজ শুরু হয়েছে।

পোড়াদহ রেলওয়ে জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শরিফুল ইসলাম বলেন, সকালে হালসা রেলওয়ে স্টেশনের কাছে ইঞ্জিনসহ ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি উদ্ধার কাজ চলছে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি মনজের আলী বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী তেল বোঝাই ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে।

তিনি আরও বলেন, ট্রেনটি আপ লাইনের লুপ লাইনে যাওয়ার সময় ব্রেক ফেল করে ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়েছে। তবে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


আরও খবর