Logo
শিরোনাম

লিগ শিরোপা লড়াইয়ে শীর্ষে অবস্থান বার্সেলোনার

প্রকাশিত:সোমবার ১৩ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে হোঁচট খেলেও স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছে বার্সেলোনা। লিগ শিরোপার লড়াইয়ে ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতালান ক্লাবটি।

বার্সা টেবিলের শীর্ষে অবস্থান করলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে থেকেও নির্ভার হতে পারছেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তার মতে, এখন লিগ মৌসুম মাঝপথে থাকা অনেক কিছুই ঘটতে পারে।

লা লিগায় ২০ দলের টুর্নামেন্টে প্রতিটি দলের ম্যাচ ৩৮টি করে। ফলে এখনও ১৭ ম্যাচ বাকি রয়েছে বার্সেলোনার। তাই জাভি মনে করছেন পথটা এখনও অনেক লম্বা। তিনি বলেন, ১১ পয়েন্ট (রিয়ালের জন্য) অনতিক্রম্য দূরত্ব নয়। মনে রাখতে হবে, এখনো আমাদের ১৭টি ম্যাচ বাকি।

তবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকখানি এগিয়ে থাকায় সন্তুষ্টিও আছে বার্সা কোচের। ভিয়ারিয়ালের বিপক্ষে রবিবার রাতে ১-০ গোলে জয়ের ফলে লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বার্সা। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম জয়ের সঙ্গে টানা ১৬ ম্যাচে অপরাজিত কাতালান ক্লাবটি।

জাভি বলেন, আমরা একটা শক্তিশালী দল হতে পেরেছি। এ ধরনের অনুকূল ফলের ধারাবাহিকতা বিশেষ ব্যাপার। বোঝা যাচ্ছে, পরিশ্রম করছি, মনোযোগী আছি। দলের পারফরম্যান্সে আমি খুশি।


আরও খবর