Logo
শিরোনাম

মাধ্যমিকের বই উৎসব উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত:রবিবার ০১ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক স্তরের বই উৎসবের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকাল পৌনে ১১টায় তিনি বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন।

মাধ্যমিকের বই উৎসবে কাপাসিয়া উপজেলার ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৮টি প্রতিষ্ঠানের ছয় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে স্কুলের পাঁচ হাজার, মাদ্রাসার ৬০০ এবং কারিগরির ৪০০ শিক্ষার্থী রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানসহ বিভিন্ন শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের কর্মকর্তারা।


আরও খবর