Logo
শিরোনাম

মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা ঠিক হয়নি : তথ্যমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে মায়ের ডাকের সমন্বয়কের বাসায় যেতে পরামর্শ দিয়েছেন তারা সঠিক কাজ করেননি। এতে রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয় সভাকক্ষে ক্যাবল অপারেটর সংগঠন কোয়াব এর নবনির্বাচিত পরিষদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো না বলেও জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, রাষ্ট্রদূত গতকাল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে অনেক ভালো হতো। 

তথ্যমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত সেখানে গেছেন শুনে মায়ের কান্না সংগঠনের ৫০ জনের মতো কর্মী স্মারকলিপি দিতে চেয়েছিলেন। 

যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তবে এ ঘটনায় সম্পর্কে প্রভাব পড়বে না। ভুল পরামর্শের বিষয়ে সতর্ক থাকতে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ করেন মন্ত্রী।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা অবৈধভাবে টিভি চ্যানেল প্রদর্শন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ড. হাছান মাহমুদ।


আরও খবর