Logo
শিরোনাম

মাতারবাড়ি সমুদ্র চ্যানেলে টাগশিপ ডুবি

প্রকাশিত:শনিবার ০২ এপ্রিল 2০২2 | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পাশে সমুদ্র চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ জিয়াং হং চেন (৪৫) নামে চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মাতারবাড়ি‌তে নির্মাণমাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনা ঘটে। তারপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাকরিক জিয়াং হং চেন (৪৫)। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবুরিরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল জানান, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন্দর কর্তৃপক্ষ‌ জানালে ময়না তদন্তের ব্যবস্থা করবে পুলিশ।

নিউজ ট্যাগ: কক্সবাজার

আরও খবর