Logo
শিরোনাম

মায়ের আসনের এমপি হলেন ছেলে

প্রকাশিত:শনিবার ০৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) রাতে ফরিদপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টা থেকে মোট ১২৩ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।

বিজয়ী প্রার্থী হলেন-শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনি সদ্য প্রয়াত সাজেদা চৌধুরীর ছোট ছেলে।

জানা গেছে, লাবু চৌধুরী ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।

উল্লেখ্য, আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কষ্ণপুর) সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। তবে মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭২ ভাটারের মধ্যে মোট ৮৩ হাজার ৬৯০ ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আরও খবর