Logo
শিরোনাম

মেয়েকে বাল্যবিয়ে দেবার অভিযোগে বাবার ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জেলা প্রশাসনের তৎপরতায় ১০ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর বিয়ে বন্ধ করা হয়েছে। বাল্যবিয়ে আয়োজনে সংশ্লিষ্টতা থাকায় মেয়ের বাবা মো. শামীমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ এ আদালত পরিচালনা করেন। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো.আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ জানান, যশোর শহরের সিটি কলেজ পাড়ার ৩ নম্বর কলোনীর মো. শামীম তার মেয়েকে বিয়ে দিচ্ছে খবর পেয়ে প্রশাসন সেখানে হাজির হয়। ১০ম শ্রেণি পড়ুয়া ১৬ বছর ৮ মাস ২৯ দিন বয়সী মেয়ের বিয়ের আসরে অনেক মানুষের উপস্থিতি ও সাজসজ্জিত অবস্থায় পাওয়া যায়।

এ সময় ঐ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি জানতে পেরে পাত্রপক্ষ বিয়ের আসরে আসা থেকে বিরত থাকে।


আরও খবর