Logo
শিরোনাম

সিংগাইরে ‘বন্দুকযুদ্ধ’: ২ র‌্যাব সদস্য আহত, ডাকাত সর্দার কাউছার নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মনিকগঞ্জের সিংগাইরে র‌্যাব-৪ এর টহল দলের সঙ্গে ডাকাতদের গোলাগুলিতে র‍্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ডাকাত দলের সর্দার কাউছার (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ১টার দিকে এ ঘটনা ঘটে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাতে মাইক্রোবাসে র‍্যাবের টহল দল সিংগাইর-হেমায়েতপুর মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র‍্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে র‍্যাবের ২ সদস্য আহত হয়। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মানিকগঞ্জের সিংগাইর আঞ্চলিক মহাসড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে- উল্লেখ করে তিনি আরও বলেন, সন্ত্রাসীরা ব্যক্তিগত গাড়ি থামাতে সেগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভয়ে চালক গাড়ি থামালে দুর্বৃত্তরা সর্বস্ব লুটে নিয়ে যায়।

খন্দকার আল মঈন বলেন, র‍্যাবের ওপর হামলার ঘটনাটাও এমনই ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ আমাদের সদস্যরা মাইক্রোবাসে ছিলেন। আর সন্ত্রাসীরা সেটাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে গুলি চালাতে পারে। আমাদের গাড়িতে গুলিবর্ষণের পর, আমাদের সদস্যরা পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার কাউছার নিহত হন।

ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


আরও খবর