Logo
শিরোনাম

মৎস্য অধিদপ্তরে আরো ১ বছর থাকছেন ডিজি শামস আফরোজ

প্রকাশিত:সোমবার ১৪ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
মৎস্য অধিদপ্তরের ডিজির দায়িত্বে থাকা কাজী শামস আফরোজ আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে আরো এক বছর থাকছেন কাজী শামস আফরোজ। সোমবার (১৪ ডিসেম্বর) বিসিএস (মৎস্য) কাডারের এই কর্মকর্তাকে আরো এক বছরের জন্য চুক্তিতে ডিজি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের ডিজির দায়িত্বে থাকা কাজী শামস আফরোজ আগামী ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন।

আগামী ১ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে সংগীত পরিচালক কাজী আফতাব উদ্দিন হাবলুকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিতে তিন বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

নিউজ ট্যাগ: মৎস্য অধিদপ্তর

আরও খবর