Logo
শিরোনাম

মুহিবুল্লাহ হত্যা: আরও দুই রোহিঙ্গা আটক

প্রকাশিত:শনিবার ০২ অক্টোবর 2০২1 | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় আরও দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক দুই রোহিঙ্গার নাম জিয়াউর রহমান ও আব্দুস সালাম। শুক্রবার দিবাগত মধ্যরাতে এপিবিএননের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে। রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনর পুলিশ সুপার নাঈমুল হক শনিবার সকালে দুই জন রোহিঙ্গা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এ নিয়ে মুহিব্বুল্লাহ হত্যার ঘটনায় এ পর্যন্ত তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হলো। এর আগে শুক্রবার দুপুরে এপিবিএনর সদস্যরা মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে লম্বা সেলিমকে আটক করা হয়।

বুধবার রাতে রোহিঙ্গা নেতা মুহিববুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করে।


আরও খবর