Logo
শিরোনাম

মুন্সিগঞ্জে ৬০মণ জাটকা জব্দের পর এতিমখানায় বিতরণ

প্রকাশিত:শনিবার ২০ মার্চ ২০21 | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ৬০ মণ জাটকা মাছ জব্দের পর মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছে মাওয়া নৌ-পুলিশ।  শনিবার দুপুর ১২টার দিকে মাওয়া নৌপুলিশ ফাড়ির সামনে থেকে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব মাছ বিতরণ করা হয়েছে। এর আগে একইদিন সকাল ৬টার দিকে উপজেলার শিমুলিয়া ৩নং ফেরিঘাটে এলাকায় দুটি ট্রলার থেকে এসব মাছ জব্দ করা হয়। এঘটনায় জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রলার জব্দ ও আহরণের অভিযোগে ৬ জেলেকে আটক করা হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সিরাজুল কবির জানান, সকালে শিমুলিয়াঘাটে জাটকা আনা হয়েছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় ৩নং ফেরিঘাটে দুটি ট্রলার সহ জাটকা গুলো জব্দ করা হয়েছে। এসময় জাটকা আহরণের দায়ে ৬ জেলেকে আটক করা হয়। তবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) ছুটিতে থাকায় জেলেদের বিষয়ে ভ্রাম্যমান আদারত পরিচালনা করা যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাধারণ ডাইরি সাপেক্ষে মুচলেকা নিয়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে মাছগুলো স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।


আরও খবর