Logo
শিরোনাম

নাটোর-সিংড়া পৌরসভায় বুধবার থেকে সাত দিনের কঠোর ‘লকডাউন'

প্রকাশিত:মঙ্গলবার ০৮ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৩৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এ সময়ে ওষুধসহ জরুরি সেবা সার্ভিস ব্যতিত সব কিছু বন্ধ থাকবে।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। 

সোমবার (০৭ জুন) দিনগত গভীর রাতে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির ভার্চ্যুয়ালি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় অংশগ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।

এসময় প্রতিমন্ত্রী পলক বলেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না। সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে হবে। কর্মহীন মানুষদের জন্য খাদ্যসহ জরুরি পণ্য সরবরাহ করবে স্বেচ্ছাসেবকরা। জরুরি পণ্য সরবরাহ কাজে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, প্রশাসনকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 



আরও খবর