Logo
শিরোনাম

অধিনায়ক নির্বাচন নিয়ে জরুরি সভায় বিসিবি

প্রকাশিত:মঙ্গলবার ০৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
Image

ওয়ানডে অধিনায়ক নির্বাচনের জন্য জরুরি সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা আড়াইটার পর এ সভা শুরু হয়। তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দেওয়ায় টাইগারদের নতুন ক্যাপ্টেন নির্বাচন করতে হচ্ছে।

বিশ্বকাপকে সামনে রেখে টিম ম্যানেজমেন্টের বড় চিন্তা অধিনায়ক নিয়ে। জানা গেছে, বিসিবির অধিকাংশ পরিচালক চান সাকিবকে ওয়ানডে দলের নেতৃত্ব দিতে। তবে এও শোনা যাচ্ছে সাকিব নেতৃত্ব নিতে আগ্রহী নন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, সাকিবকে অধিনায়কত্ব দেওয়া সবচেয়ে সহজ কাজ। কিন্তু তার পরিকল্পনা কি সেটাই আগে দেখতে হবে। সাকিব আগামী দু বছর ক্রিকেট খেলবেন কিনা সেটি নিয়েও সংশয়ে পাপন।

এদিকে অধিনায়ক হিসেবে আলোচনায় রয়েছেন লিটন দাসও। তামিম সরে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওডিআইতে নেতৃত্ব দিয়েছেন লিটন। তবে নিয়মিত অধিনায়ক হিসেবে শেষ পর্যন্ত সাকিব আল হাসানের সম্ভাবনাই বেশি।


আরও খবর