Logo
শিরোনাম

পাবনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত:রবিবার ১৩ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাবনার চাটমোহরে মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত বালুবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে মঞ্জুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দুপুর ৩টার দিকে চাটমোহর-হান্ডিয়াল সড়কের পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক নাটোরের বাগাতিপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঞ্জুর রহমান নিউজিল্যান্ড ডেইরি ফার্মের (দুধ কোম্পানি) বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। শনিবার দুপুরে মোটরসাইকেলে চেপে শহরে ফেরার পথে পৈলানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও জানা যায়, এতে তার মাথা এবং দুই পা থেঁতলে যায়। গুরুতর আহতাবস্থায় মঞ্জুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে বনপাড়া এলাকায় মারা যান মঞ্জুর রহমান। এদিকে ঘটনাস্থলে ট্রলি ফেলে পালিয়ে যায় চালক।

এ ব্যাপারে চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন  বলেন, চালক পালিয়ে গেলেও ট্রলি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।


আরও খবর