Logo
শিরোনাম

পেকুয়ায় ৮ পল্লি চিকিৎসক আটক

প্রকাশিত:বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের পেকুয়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ পল্লি চিকিৎসককে আটক করা হয়েছে। মঙ্গলবার পেকুয়ার ইউএনও পূর্বিতা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল মাজেদ চৌধুরী ও পেকুয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন- পল্লি চিকিৎসক ওসমান গনি, নুরুল কবির, আব্দু রাজ্জাক, শমির কান্তিনাথ, সোহেল আহমদ, জাফর আলম, গণেশ কুমার সুশীল ও নুরুল কাদের। হাজীবাজারের ওসমান গণি ও নুরুল কবির।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা জানান, আটককৃতা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় চেম্বার বসিয়ে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। অপচিকিৎসার শিকার হয়ে অনেক রোগীকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকতে সতর্ক করা হয়েছে।

 


আরও খবর