Logo
শিরোনাম

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত:সোমবার ১৪ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পিরোজপুর শহরের প্রধান সড়কের পাশের সারিবদ্ধ বেশ কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রোববার ( ১৩ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর শহরের ঔষধ পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে শহরের ডায়মন্ড সুইটমিট দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ডায়মন্ড হোটেল ও মাসুম বেকারি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে কিছুটা নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা জানিয়েছেন, পুলিশ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে, তদন্ত চলছে। তবে কারো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলানা নকীব জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।


আরও খবর