Logo
শিরোনাম

পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড

প্রকাশিত:রবিবার ৩০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উত্তরে হিমালয় কাছ হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালের অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও কমতে শুরু করেছে তাপমাত্রা।

রোববার (৩০ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়ায় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে এ মৌসুমের সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে, তাপমাত্রা কমলেও এখনো জেঁকে বসেনি শীত। গত কয়েকদিনের তুলনায় কুয়াশার পরিমাণ কমে গিয়ে সকালেই দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, হিমালয় কন্যাখ্যাত এ জেলায় প্রতি বছর আগে ভাগেই শীত শুরু হয়। এখানে শীত বিদায় নেয় সবার শেষে। এ বছরও তাপমাত্রা কমতে শুরু করেছে। দিন যতো গড়াবে এ জেলায় ততো কমতে থাকবে তাপমাত্রা।


আরও খবর