Logo
শিরোনাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৯৭৫জন দেখেছেন
Image

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রয় করার অপরাধে ৪ প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের এই জরিমান পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

অভিযান সূত্রে জানা যায়, সকাল থেকে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় তেঁতুলিয়া সদর বাজারে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী এবং আমদানিকারক বিহীন বিদেশী পন্য বিক্রয়ের দায়ে ৪৫ ধারায় সীমান্ত কসমেটিক্সকে ২ হাজার, মন্জু কসমেটিক্সকে ২ হাজার, রুফাইদা কসমেটিক্সকে ২ হাজার ও ভাই ভাই কসমেটিক্সকে ১ হাজারসহ ৪ প্রতিষ্ঠাকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়।


আরও খবর