Logo
শিরোনাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় ২৭টি গরু আটক

প্রকাশিত:সোমবার ০৫ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৩৬৪৫জন দেখেছেন
Image

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত অতিক্রম করে পাচার করে আনা ভারতীয় ২৭ টি গরু আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

রবিবার (৪ জুলাই) দিবাগত রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর গ্রামে তসলিম নামে এক ব্যাক্তির বাড়ি থেকে গরুগুলো আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩ জুলাই) দিনগত গভির রাতে ভুতিকুর সীমান্ত দিয়ে ভারত থেকে গরুগুলো পাঁচার করে তসলিমের বাড়িতে রাখা হয়। পরে রবিবার (৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তসলিমের বাড়িতে অভিযান পরিচালনা করে ভারতীয় ২৭টি গরু আটক করা হয়। এসময় বাড়িতে কাউকে পাওয়া যায় নি।

এদিকে সরেজমিনে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন এই প্রতিবেদককে জানান, গরুসহ ভারতীয় বেশ কয়েকজন গরু পাচারকারী গত রাতে ওই এলাকায় প্রবেশ করলে বিষয়টি স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে। করোনার ভ্যারিয়েন্ট শঙ্কায় পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুগুলো আটক করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গরুগুলো আটক করে থানায় নেয়া হয়েছে। তবে এর সাথে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।


আরও খবর