Logo
শিরোনাম

প্রকাশ্যে মহাসড়কেই বিক্রি হচ্ছিল বিদেশি মদ

প্রকাশিত:মঙ্গলবার ০৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর সোনাইমুড়ীতে দিনের বেলা মহাসড়কে মদ বিক্রির সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রামগঞ্জ মহাসড়কের জয়াগ কলেজ গেট এলাকা মদসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের শাহরাস্তি থানার নিজ মেহার গ্রামের বর্ধন বাড়ির বাসিন্দা উত্তম কুমার পাল (৫২) ও মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হাসাইল গ্রামের রায় বাড়ির বলরাম চন্দ্র রায়ের ছেলে অজয় রায় (৩৩)।

রাতে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বাইরের জেলা থেকে বিদেশি মদ এনে বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনের বেলা মহাসড়ক থেকেই তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ বোতল বিদেশি হুইস্কি ও তিন বোতল ভদকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।


আরও খবর