Logo
শিরোনাম

পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত:বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার  ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ৯৭ জন আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই গোলাবারুদের আঘাত পেয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর বলে তালিকাভুক্ত করেছে।

মন্ত্রণালয়ের মতে, নিহতদের মধ্যে আদনান সাবে বারা (৭২), মোহাম্মদ খালেদ আনবৌসি (২৫), তামের মিনাভি (৩৩), মুসাব ওয়াইস (২৬), হোসাম ইসলাম (২৪), মোহাম্মদ আবদুলগানি (২৩), ওয়ালিদ দাখিল (২৩) এবং আব্দুলহাদি আশকার  (৬১)। নবম নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

সকাল ১০ টায় ইসরায়েলি সেনাবাহিনী ডজন ডজন সাঁজোয়া যান এবং বিশেষ বাহিনী নিয়ে নাবলুসে অভিযান শুর করে। এর পরপরই ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

সেনাবাহিনী শহরের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দিয়ে একটি বাড়ি ঘেরাও করে। এর আগে আগে দুইজন ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করে। লায়ন্স ডেন নামে একটি সশস্ত্র গোষ্ঠী  বিবৃতিতে বলেছে, তারা সম্প্রতি ঘোষিত বালাতা ব্রিগেড গ্রুপের পাশাপাশি অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, নিরাপত্তা বাহিনী এখন নাবলুস শহরে কাজ করছে। কিন্তু বিস্তারিত কিছু জানায়নি।

ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলি বুধবার রামাল্লা এবং নাবলুস শহরে সাধারণ ধর্মঘট ঘোষণা করেছে। ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি সেনা চেকপোস্টের কাছে প্রতিবাদে বেরিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।



আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩