Logo
শিরোনাম

পুতিন-জেলেনস্কির সঙ্গে বসতে চান জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের নিজ নিজ দেশের রাজধানীতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন। বুধবার (২০ এপ্রিল) জাতিসংঘের এক মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানিয়েছেন।

মুখপাত্র জানান, যুদ্ধ আরও তীব্র রূপ নেওয়ায় গুতেরেস পুতিন ও জেলেনস্কির কাছে মঙ্গলবার (১৯ এপ্রিল) চিঠি পাঠিয়ে তাদের সঙ্গে বৈঠকের এ অনুরোধ জানান।

দুজারিক আরও জানান, ভয়ংকর এই দুঃসময়ে তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চান।

প্রসঙ্গত, যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সঙ্গে ২৬ মার্চ এই একবার মাত্র গুতেরেসের কথা হয়েছিল। অন্যদিকে, ইউক্রেনে হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন-গুতেরেসের এ মন্তব্যের পর থেকে পুতিনের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।

তিনি আরও জানান, জাতিসংঘ প্রধান উল্লেখ করেছেন যে ইউক্রেন ও রাশিয়া উভয়ই জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য এবং সর্বদা এই সংস্থার শক্তিশালী সমর্থক।

এ বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করে। পরবর্তীতে সহিংসতার ফলে উভয় পক্ষের হাজার হাজার নিহত এবং একই সঙ্গে ৫০ লাখেরও বেশি মানুষ উদ্বাস্তু হয়েছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩