Logo
শিরোনাম

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহীর তানোরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুজন শিক্ষানবিশ পাইলট আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তানোরের তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন মবিন ও মাহফুজ।

জানা যায়, যান্ত্রিক সমস্যার কারণে প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করতে হয়।  এ সময় একটি আলুর ক্ষেতে (এস টি এ জি জি) বিমানটি পড়ে উল্টে যায়। তখন বিমানে থাকা দুজন শিক্ষানবিশ পাইলট আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজন পাইলটকে উদ্ধার করেন। তবে বিমানটি এখনো সেখানেই রয়েছে। দুর্ঘটনা কবলিত বিমানটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ও আরোহীদের উদ্ধার করেন। তবে তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।


আরও খবর