Logo
শিরোনাম

রাতে আসছে চীন ও যুক্তরাষ্ট্রের টিকা

প্রকাশিত:শুক্রবার ০২ জুলাই 2০২1 | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাণিজ্যিকভাবে চীনের সিনোফার্ম থেকে ক্রয় করা ২০ লাখ টিকা বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি ফি অব মিশন হুয়ালং ইয়ান। টিকা বহনকারী বিমানটি রাত ১১টা ২০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২ জুলাই) রাতে এ তথ্য জানান ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, সিনোফার্মের দুই মিলিয়ন (২০ লাখ) ডোজ টিকা বহনকারী ফ্লাইটটি বেইজিং এয়ারপোর্ট থেকে ৮টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। আশা করা হচ্ছে, রাত একটার মধ্যে টিকাগুলো ঢাকার বিমানবন্দরে আসবে।

এদিকে চীনের পাশাপাশি টিকা আসছে যুক্তরাষ্ট্র থেকেও। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র থেকে আসা টিকাগুলো আমি বিমাবন্দরে উপস্থিত থেকে গ্রহণ করব।

উল্লেখ্য, বাংলাদেশকে গত ১২ মে পাঁচ লাখ করোনা টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফায় আরো ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। আর আজকে আসা টিকাগুলো সরকার চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করেছে।


আরও খবর