Logo
শিরোনাম
টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবদের ফোকাস এখন জিম্বাবুয়ের দিকে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ বড় হারের শিকার হয়েছে। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) সুপার টুয়েলভের ম্যাচে প্রোটিয়াদের কাছে ১০৪ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সাকিব।

এত বড় ব্যবধানে হারায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস কমে যাবে কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, হারলে খারাপ লাগবে - এটা খুবই স্বাভাবিক। আর এত বড় ব্যবধানে হারলে তো অবশ্যই বেশি খারাপ লাগবে। তবে ভুলে গেলে চলবে না দুই দিন বা তিন দিন পরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে। 

৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। সাকিবের ফোকাস মূলত সেদিকেই, এই ম্যাচের দিকে এখনই আমাদের ফোকাস করতে হবে। সেই ম্যাচটির জন্য হয়তো কিছু পরিকল্পনা আমাদের পরবর্তন করতে হবে। ভিন্ন দলের সঙ্গে  ভিন্ন কন্ডিশনে খেলা। কন্ডিশনের সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায় সেটা পরিকল্পনা করতে হবে। 

 


আরও খবর