Logo
শিরোনাম

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাবিতে ছাত্রফ্রন্টের মানববন্ধন

প্রকাশিত:সোমবার ১৮ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫৬০জন দেখেছেন
Image

জাবি প্রতিনিধি:

কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ-এর সঞ্চালনায় আহ্বায়ক শোভন রহমান বলেন, গত চারদিনে যে হামলার ঘটনা ঘটেছে সেগুলো কোন দাঙ্গা নয়, এটা স্পষ্ট হিন্দু ধর্মাবলম্বীদের উপর উদ্দেশ্যে প্রণোদিতভাবে হামলা। আমরা অবিলম্বে এই হামলার ঘটনার সাথে জড়িত সকলকে শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং দেশের জনগণের প্রতি অসাম্প্রদায়িকতার চেতনাকে উর্ধ্বে তুলে ধরে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হবার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা সাম্প্রদায়িক হামলা জড়িত ও উস্কানিদাতাদের গ্রেফতার ও বিচার এবং ধর্মভিত্তিক রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবি জানান।


আরও খবর