Logo
শিরোনাম

সড়ক ডিভাইডারের কাজের সময় ট্রাকচাপা, নিহত ২ শ্রমিক

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফেনীর দাগনভূঞায় নির্মাণাধীন ডিভাইডারের ওপর  ট্রাকচাপায়  দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ মার্চ) রাত ৮ টার দিকে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা থানা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আবুল খায়ের (২৫) ও আজমীর হোসেন (২৫)। আবুল খায়ের উপজেলার রামচন্দ্রপুর এলাকার ছায়েদ আলীর ছেলে ও আজমীর হোসেন জায়লস্কর ইউনিয়নের মোল্লাঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে।

দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কের ডিভাইডারের কাজ করছিলেন। এ সময় দাগনভূঞা থেকে ফেনীমুখী ট্রাকটি কর্মরত শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। ট্রাকের চালক ও হেলপার পলাতক।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: ট্রাকচাপায় নিহত

আরও খবর