Logo
শিরোনাম

শীর্ষ সেনা কমকর্তাকে অব্যাহতি, যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ১২০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উত্তর কোরিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই সঙ্গে যুদ্ধের প্রস্তুতি রাখতে বলেছেন তিনি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার কিম সেন্ট্রার মিলিটারি কমিশনের বৈঠক ডেকে এ কথা বলেন। বৈঠকে শীর্ষ জেনারেল চিফ অব স্টাফ পাক সুকে বদলি করে জেনারেল রি ইয়াং গিলকে দায়িত্ব দেওয়া হয়।

উত্তর কোরিয়ার শত্রুদের পাল্টা জবাব দেওয়া পরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়ে বলে জানিয়েছে কেসিএনএ।

একই সঙ্গে অস্ত্র তৈরির সক্ষমতা বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন উত্তর কোরীয় নেতা। এর আগে গত সপ্তাহে তিনি অস্ত্র কারখানা পরিদর্শনে যান এবং আরও মিসাইল ইঞ্জিন তৈরির আহ্বান জানান।

আগামী ৯ সেপ্টেম্বর দেশের ৭৪তম বিজয় দিবস উপলক্ষে মিলিশিয়া প্যারেড আয়োজন করেছে উত্তর কোরিয়া। এমন প্যারেডে দেশটি অস্ত্র সক্ষমতার জানান দিয়ে থাকে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেনের বিরুধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। তবে এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো ও পিয়ংইয়ং।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩