Logo
শিরোনাম

সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

প্রকাশিত:রবিবার ২৪ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১১২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার আলু বাগান এলাকায় পিকআপ, ব্যাটারিচালিত টমটম এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখেরপাড় এলাকার সোহেল মিয়া (৩০) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জৈন্তাপুর সদর থেকে মানুষের অব্যবহৃত ভাঙ্গাড়ী জিনিসপত্র নিয়ে ডিআই (ঢাকা মেট্রো- ন- ১৭-২৯৪২) যুগে জাফলংগের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা দুজন। এমন সময় জৈন্তাপুর আলু বাগান এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা সিলেটগামী ড্রাম ট্রাক পণ্যবাহী ডিআই গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা দুজনের মৃত্যু হয়। তারা দুজন ফেরিওয়ালা বলে জানা যায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করা যায়নি।


আরও খবর