Logo
শিরোনাম

সৌদি আরব যাচ্ছেন জিনপিং

প্রকাশিত:বুধবার ০৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তেল উৎপাদনসহ বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র্রের সঙ্গে সৌদির সম্পর্কে ভাটা চলছে। এর মধ্যে আগামীকাল বৃহস্পতিবার দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাচ্ছেন জিনপিং। চারটি সূত্রের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর সিএনএনের।

সূত্রগুলো জানায়, চীন-আরব শীর্ষ সম্মেলন ও চীন-জিসিসি সম্মেলনে অংশ নিতে রিয়াদ যাচ্ছেন জিনপিং। চীন-আরব শীর্ষ সম্মেলনে আরবের ১৪টি দেশের প্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে।

কয়েক মাস ধরেই জিনপিংয়ের সৌদি সফরের খবর শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে রিয়াদ বা বেইজিংয়ের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। জিনপিংয়ের সফর নিয়ে জানতে চাইলে সিএনএনের কাছে কোনো মন্তব্য করেনি বেইজিং। গত সপ্তাহে সৌদি সরকার চীন-আরব শীর্ষ সম্মেলন কাভার করতে যাওয়া সাংবাদিকদের নিবন্ধন করায়, তবে সে সম্মেলনের নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করা হয়নি।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি-যুক্তরাষ্ট্র সস্পর্কে ফাটল ধরে। এ ছাড়া তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাসের সিদ্ধান্ত নিয়ে দেশটির সঙ্গে দূরত্ব আরও বাড়ে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩