Logo
শিরোনাম

সৌদি আরবে বন্যায় দুইজনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দাসহ পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও, জেদ্দায় ফ্লাইটের সময়সূচী পরিবর্তন এবং স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

মক্কার আঞ্চলিক সরকার টুইটারে একটি বার্তায় বলেছে যে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি।

এর আগে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল ও কলেজের পাশাপাশি দুটি বিশ্ববিদ্যালয় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় এবং জেদ্দা বিশ্ববিদ্যালয় তাদের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা বাতিল করেছে।

এদিকে, বাসিন্দাদের প্রয়োজনীয় নিরাপদ নির্দেশনা এবং আটকেপড়া পানি থেকে সাবধান থাকতে বলেছে সৌদি কর্তৃপক্ষ। মৌসুমি জলবায়ুর কারণে আসন্ন বিমানের ফ্লাইটগুলো আসতে দেরি হয়েছে। জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে গালফ এয়ার, টার্কিশ এয়ারলাইন্স ও সৌদিয়া বিমানের পৌঁছার সময় পিছিয়ে দিয়েছে।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩