Logo
শিরোনাম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০23 | ২৫৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সৌদি আরবের জেজন শহরে রাস্তা পরাপার এর সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ ইউসুফ আলি ফকির (৬০) নামে এক বাংলাদেশি। ২৬ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় সন্ধা ৬ টায় জেজন শহরে দামাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইউসুফ বাড়ি বাগেরহাট জেলার  ছোট বাহিরদিয়া গ্রামের মৃত কদম আলি ফকিরের ছেলে।

রাসেদুল ইসলাম সুমন নামে অপর এক প্রবাসী জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধা ৬ টার দিকে রাস্তা পারাপারের সময় একটা প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে সে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে সেখানের স্থানীয় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

২০১৯ সালে প্রবাসে আসেনমোহাম্মদ ইউসুফ। তার এমন আকস্মিক মৃত্যুতে জেজন শহরে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আলমের সংসারে স্ত্রী, চার পুত্র সন্তান ও চার কন্যাসন্তান রয়েছে। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন এক প্রবাসী।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর