Logo
শিরোনাম

সৌম্য-লিটন দাসের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম

প্রকাশিত:শনিবার ১২ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২১৩০জন দেখেছেন
News desk

Image

মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাসের চমৎকার ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ মিঠুনের দল।

বরিশালের বিপক্ষে বিশ্রামে ছিলেন লিটন দাস। এক ম্যাচ বিরতি দিয়ে ফিরেই সেই চেনা ছন্দে ডানহাতি ওপেনার। ৩৮ বলে তুলে নিয়েছেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি। হাফসেঞ্চুরি তুলতে লিটন খেলেছেন পাঁচটা চার ও এক ছক্কা। অন্যদিকে টুর্নামেন্টের শেষ দিকে এসে ফর্ম খুঁজে পেয়েছেন সৌম্যও। রাজশাহীর বিপক্ষে তিনিও হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। হাফসেঞ্চুরির ঘরে যেতে ৪০ বল খেলেছেন বাঁহাতি ওপেনার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের সংগ্রহ বিনা উইকেটে ১১৩ রান।

জিতলেই দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত, হারলে বাদ পড়ার শঙ্কা, এমন সমীকরণকে সামনে রেখে শক্তিশালী গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। টিকে থাকার ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে নাজমুল হোসেন শান্তের দল।

চলতি টুর্নামেন্টে সবচেয়ে স্বস্তিতে রয়েছে চট্টগ্রাম। সাত ম্যাচ খেলে কেবল একটিতে হেরেছে দলটি। ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মোহাম্মদ মিঠুনের দল।

 


আরও খবর