Logo
শিরোনাম

সুনামগঞ্জে পাথরবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | ১৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে পাথরবোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের মরদেহ উদ্ধার হয়।

নিহতরা হলেন- বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মনিপুর গ্রামের আনোয়ার হোসেন (২২) ও একই গ্রামের অনিক হাসান জনি (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীর মনিপুর ঘাটে পাথরবোঝাই ট্রলারে শুয়েছিলেন শ্রমিক আনোয়ার ও অনিক। গভীর রাতে বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ভোরে স্বজনরা এসে অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাননি। দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলের পাশেই তাদের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পাথরবোঝাই ট্রলার ডুবে নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর