Logo
শিরোনাম

স্বাভাবিক হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা

প্রকাশিত:মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত থাকার পর অবশেষে আংশিকভাবে সচল হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। ধীরে ধীরে স্বাভাবিকের পথে এগোচ্ছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের পরিষেবা।

মঙ্গলবার দুপুর থেকে বিশ্বের বিভিন্ন দেশে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর মেসেজে পাঠাতে পারছিলেন না। তবে মাত্র দু থেকে তিন ঘণ্টায় সমস্যা অনেকটাই সমাধান করতে পেরেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় বিকেল ৩টার পরপরই এই অ্যাপে যোগাযোগ আগের অবস্থায় ফিরে আসে বলে নিশ্চিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ফেসবুক, টুইটারসহ নানা মাধ্যমে ব্যবহারকারীরাও এ তথ্য জানিয়ে পোস্ট দিচ্ছেন।

এদিকে সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২ ঘণ্টা ডাউন ছিল হোয়াটসঅ্যাপ। দেশটির ব্যবহারকারীরা জানিয়েছে, এখন তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র গ্রাহকদের মেসেজ পাঠাতে সমস্যার মুখোমুখি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেসেজ পাঠাতে গিয়ে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যায় পড়েছে। আমরা বিষয়টি জানি। সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

অবশেষে দু থেকে তিন ঘণ্টা হোয়াটসঅ্যাপ বন্ধ থাকার পর ফের চালু হয়েছে পরিষেবাটি।

নিউজ ট্যাগ: হোয়াটসঅ্যাপ

আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩