Logo
শিরোনাম

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত

প্রকাশিত:শনিবার ১৪ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১২৪০জন দেখেছেন
Image

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর রেল স্টেশনের কাছে ভোলারপাড়া অরক্ষিত রেলক্রসিং এ ট্রেনের সাথে অটোরিকশার ধাক্কা লাগলে অটোতে থাকা খালেক (৫০) নামের এক যাত্রী নিহত হয়েছে। এঘটনায় অটোরিকশার চালক সহ গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় গোপালপুরের হেমনগর রেল স্টেশনের কাছে ভোলারপাড়া অরক্ষিত রেলক্রসিং এ ট্রেনের সাথে অটোরিকশার এদুর্ঘটনা ঘটে।

নিতহ আব্দুল খালেক উপজেলা লুটুরচর গ্রামে বসবাস করতেন। বর্তমানে তিনি মধুপুরে থাকতেন। নিহত খালেক কোহিনুর কোম্পানিতে চাকরি করতেন। এঘটনায় গুরুত্ব আহত হয়েছেন উপজেলা খামার পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত নান্নু মাষ্টার। আহত অটোচালকের নাম পরিচয় জানাযায়নি। তবে তিনি গোপালপুরে থাকে বলে জানাযায়।

এলাকাবাসী জানান, বেটারি চালিত অটোরিকশাটি রেলক্রসিং পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রামী লোকাল ট্রেনের সাথে ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় আব্দুল খালেককে হেমনগর হক ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেনে বলেন, উপজেলার হেমনগরের ভোলারপাড়া রেলক্রসিং এ অটোরিকশা পাড় হওয়ার সময় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা সরিষাবাড়িগ্রামী ট্রেনের সাথে ধাক্কা লাগলে অটোরিকশার এক যাত্রী নিহত হয়। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।


আরও খবর