Logo
শিরোনাম

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত:শনিবার ১০ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৫৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। যেখানে শুক্রবার (৯ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ  সময় সংবাদকে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কয়েক দিন ধরে জেলায় তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করেছে।

এদিকে হিমেল হাওয়া কারণে পঞ্চগড়ে শীতের তীব্রতা একটু একটু করে বেড়েই চলেছে। দিনে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ‍্যা নামতেই সেই তাপমাত্রা নিচে নেমে আসছে। শীতের তীব্রতা থেকে বাঁচতে সামর্থ‍্যবানরা মোটা পোশাক ব‍্যবহার করলেও বিপাকে পড়ছে দুস্থ ও নিম্নআয়ের মানুষজন।

পঞ্চগড় সদর উপজেলার গাইঘাটা গ্রামের মনসুর বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কাজে বের হতে বেগ পেতে হচ্ছে। তবুও জীবিকার তাগিদে কাজে বের হতেই হচ্ছে তাদের।


আরও খবর