Logo
শিরোনাম

ট্রাকের ধাক্কায় কুষ্টিয়ায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত:শনিবার ০৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়া শহরতলীর এলজিইডি ভবনের সামনে ড্রাম ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম মনু (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ড্রাম চালককে আটক এবং ড্রাম ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যার দিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার থানাপাড়া এলাকার মৃত আফতাব বিশ্বাসের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার বিকালে উিউটি শেষ করে নিজ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন মনিরুল। পথিমধ্যে শহরের এলজিইডি ভবনের সামনে নির্মাণাধীন কালভার্টের কাছে পৌঁছালে মনির সামনে থাকা ড্রাম ট্রাকের পেছনের ব্যাক ডালায় ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এ সময় স্থানীয়ারা ধাওয়া করে ড্রাম ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থলে এসে মনিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দেলোয়ার হোসেন খান জানান, ঘাতক চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ড্রামকুষ্টিয়া শহরতলীর

 ড্রাম 

কুষ্টিয়া শহরতলীর


আরও খবর