Logo
শিরোনাম

ট্রেনের টিকিট কালোবাজারি আটক

প্রকাশিত:মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিটের এক কালোবাজারিকে আটক করা হয়েছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। স্টেশন সংলগ্ন শিরোইল কলোনি মহল্লার বাসিন্দা তিনি। সোমাবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টেশন থেকেই তাঁকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাঁর কাছ থেকে ছয়টি টিকিট জব্দ করা হয়েছে। রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উজ্জ্বল আলী বলেন, হাবিবুর একজন চিহ্নিত টিকিট কালোবাজারি। তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল। সন্ধ্যায় স্টেশনের সামনে ওভারব্রিজের কাছে টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

উজ্জ্বল আলী আরও বলেন, হাবিবুরের কাছ থেকে ছয়টি টিকিট উদ্ধার করা হয়েছে। টিকিটগুলোতে সাতটি আসন রয়েছে। এগুলো রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু ও পদ্মা এক্সেপ্রেস ট্রেনের টিকিট। ৩৪০ টাকা দামের এসব টিকিট হাবিবুর ৬৫০ টাকায় বিক্রি করছিলেন। এ ব্যাপারে হাবিবুরের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মামলা করা হবে।


আরও খবর