Logo
শিরোনাম

ট্যুরিস্ট সিম চালু করছে বাংলাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ৭২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অন্যান্য দেশের মতো বাংলাদেশে ঘুরতে পর্যটকদের জন্যও বিশেষ ট্যুরিস্ট সিম চালু করা হচ্ছে, বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।

সাত, ১৫, ৩০ দিন মেয়াদে এই সিম কার্ডগুলো সচল থাকবে বলেও জানানো হয়েছে। একটি পাসপোর্ট ব্যবহার করে সর্বোচ্চ দু'টি ট্যুরিস্ট সিম কেনা যাবে। বাংলাদেশে প্রবেশের সময় যে কোনো স্থল-নৌ কিংবা বিমানবন্দর থেকে এই সিম সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে বিটিআরসি।

এ ব্যাপারে বিটিআরসি'র ভাইস চেয়ারম্যান মো. মহীউদ্দিন আহম্মেদ বলেছেন, পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ আরও নিরাপদ এবং আনন্দময় করে তোলার জন্য ট্যুরিস্ট সিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩