Logo
শিরোনাম

ভোলায় কালবৈশাখী ঝড়ে লঞ্চডুবি

প্রকাশিত:শনিবার ১৭ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভোলা থেকে আকতারুজ্জামান সুজন

ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচরে মেঘনা নদীর তীরে কাল বৈশাখী ঝড়ে নোঙ্গর করা একটি লঞ্চ ডুবে গেছে। শনিবার সকাল ৭টায় উপজেলার ঢালচরের এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঢালচর ইউনিয়নে যাতায়াতের মাধ্যম একমাত্র নৌযানটি ডুবে যাওয়ায় উপজেলার মূল ভূখন্ডের সাথে ওই দ্বীপের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাম হাওলাদার তথ্যটি নিশ্চিত করেন।

জানা যায়, ঢালচর ইউনিয়ন থেকে কচ্ছপিয়া এলাকায় যাওয়ার জন্য মাহেআলম কোম্পানীর লঞ্চটি ঘাটে নোঙ্গর করে রাখা হয়। এ সময় হঠাৎ ঝড়ের কবলে পরে লঞ্চটি। পানির চাপে যাতে নদীর মাঝখানে চলে না যায়, সেজন্য লঞ্চটিকে গাছের সাথে কয়েকটি মোটা রশি দিয়ে বেধে রাখেন লঞ্চের ষ্টাফ ও স্থানীয়রা। দীর্ঘক্ষন লঞ্চটি এভাবে থাকার পর স্রোতের চাপে দুমড়ে-মুচরে ভিতরে পানি প্রবেশ করে পুরোপুরি ডুবে যায়। স্থানীয়রা লঞ্চটিকে উদ্ধারের চেষ্টা করছে।

চরমানিকা কোষ্ট গার্ডের কন্ডিনজেন্ট কমান্ডার মোঃ জমির উদ্দিন জানান, এঘটনায় এখনো পর্যন্ত কোন তথ্য পাইনি। বিষয়টি এইমাত্র আপনার কাছে শুনেছি। এখন সেখানে যোগাযোগ করবো।


আরও খবর