Logo
শিরোনাম

ভোলায় মাঝ নদীতে গোলাগুলি, নিহত ১

প্রকাশিত:শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভোলার দৌলতখানের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু (৩৫) নিহত হয়েছেন।

নিহত টিটু চেয়ারম্যান নান্নুর পক্ষের সমর্থক এবং সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার ২৬ নভেম্বর সন্ধ্যায় ভোলা সদরের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন (সকেট) এবং নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন (নান্নু) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত খোরশেদ আলম ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে।

প্রত্যক্ষদশীরা জানান, দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে দৌলতখানের মনপুরা ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নুর সংবর্ধনা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে যোগ দেয় ভোলার ছাত্রলীগ যুবলীগসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান থেকে ফেরার পথে নাছিরমাঝি নামক এলাকায় আসলে হঠাৎ পিছন থেকে স্পিডবোট যোগে এসে একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেট জামাল গ্রুপের একদল সন্ত্রাসী ট্রলারের দিকে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে যুবলীগ নেতা টিটু গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের সহয়তায় গুলিবিদ্ধ টিটুকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। যে স্পিডবোটে করে এসে দুর্বৃত্তরা গুলি চালায় সেটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নিউজ ট্যাগ: গোলাগুলি ভোলা

আরও খবর