Logo
শিরোনাম

ভোট ক্রয়ের টাকা ফেরত না পেয়ে ৬৬ জনের নামে পরাজিত প্রার্থীর মামলা

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভোট কেনার টাকা ফেরত না পেয়ে ৬৬ জনপ্রতিনিধির নামে মামলা করেছেন সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পরাজিত প্রার্থী এম মুজিবুর রহমান। গতকাল রোববার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি করেন তিনি।

এম মুজিবুর রহমান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পেশায় আইনজীবী। ১৭ অক্টোবর অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।

জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার শর্তে নিজ নির্বাচনী এলাকার ইউনিয়ন পরিষদের ৬৬ জন সদস্যকে টাকা দেন মজিবুর রহমান। কিন্তু নির্বাচনে তিনি ভোট পান ৩১টি। এ কারণে ক্ষুব্ধ হয়ে ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি।

মামলার এজাহারে মুজিবুর রহমান উল্লেখ করেন, আসামিরা তার কাছ থেকে ২০ হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এখন টাকা ফেরত দিতে গড়িমসি করছেন।

বাদীর আইনজীবী দেবব্রত চৌধুরী বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার বাদী এম মুজিবুর রহমান এ বিষয়ে বলেন, আসামিদের টাকা ফেরত দেওয়ার শর্ত দিয়েছিলাম।


আরও খবর