
কক্সবাজারের টেকনাফে স্থানীয় ৪ কৃষক অপহরণের পর সাড়ে ১৩ লাখ টাকা দিয়ে ফেরার কিছুদিন যেতে না যেতেই এবার ৬ রোহিঙ্গা শরণার্থীকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে অজ্ঞাত দুর্বৃত্তদল।
শনিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ফিরে আসা মো. জুহার।
তবে কারা তাদের কাছ থেকে টাকা আদায় করেছে তাদেরকে চিনতে পারেননি বলে জানান ওই ভুক্তভোগী। কীভাবে মুক্তিপণের টাকা দেওয়া হয়েছে জানতে চাইলে ভুক্তভোগী জুহার বলেন, স্থানীয় বেলালের হাতে তাদের পরিবার টাকা দিয়েছে। বেলালের হাতে টাকা দেওয়ার পর অপহৃত ৬ জনকে ছেড়ে দেওয়া হয়।
ফিরে আসা রোহিঙ্গারা হলেন: টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী আমির হাকিমের ছেলে মো. ফরোয়াস (২০) ও মো. জুহার (৩০) মোহাম্মদ ইসলামের ছেলে মো. নূর (৩৫) আবুল হোসেনের ছেলে নুরুল হক (৩০) ইউসুফের ছেলে জাহিদ হোসেন (৩৫) আব্দুস সালামের ছেলে মো. ইদ্রিস (১৯)।
জানা গেছে, টেকনাফ উপজেলাধীন ২১ নং রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী স্থানীয় বেলাল (৩৫) নামে এক ব্যক্তির মাধ্যমে ৬ জন রোহিঙ্গা টেকনাফে কাজের সন্ধানে গেলে অজ্ঞাত দুর্বৃত্তদলের সদস্যরা তাদের ইজিবাইকে করে পল্লান পাড়া নিয়ে যায়। মাগরিবের নামাজের পর তাদের হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে তাদের পরিবারের কাছে জনপ্রতি ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অবশেষে ৬ জন রোহিঙ্গার পরিবার ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের হাত থেকে অপহৃত ৬ জনকে ছাড়িয়ে আনেন।