
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে আজ বুধবার। বিকালেই সাড়ে তিন লক্ষাধিক পরীক্ষার্থীর ফলের প্রতীক্ষা শেষ হতে পারে। বুধবার (২২ জুন) পিএসসির ২জন সদস্য সংবাদমাধম্যকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ জন্য সরকারি কর্ম কমিশনে এক জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে ফল প্রকাশিত হবে।
এবার ৪৪তম বিসিএসে
মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। গত ২৭ মে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী,
খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪৪তম বিসিএসে
বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০
জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে
৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে
৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬
জন নেওয়া হবে।