Logo
শিরোনাম

৬ জানুয়ারি আসছে ‘ব্ল্যাক ওয়ার’

প্রকাশিত:বুধবার ০৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দর্শকের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত মিশন এক্সট্রিম সিনেমার সাফল্যের পর প্রেক্ষাগৃহে আসছে এর দ্বিতীয় কিস্তি ব্ল্যাক ওয়ার। ২০২৩ সালের ৬ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাবে। ব্ল্যাক ওয়ারর মোশন পোস্টার প্রকাশ করে এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

চলতি বছর রোজার ঈদে ব্ল্যাক ওয়ার মুক্তির কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি চিন্তা করে এর মুক্তি পেছানো হয়েছে বলে জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

মিশন এক্সট্রিমর দুই পর্বেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। মুক্তির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, অবশেষে দর্শকদের ব্ল্যাক ওয়ারর মুক্তির তারিখ জানাতে পেরে খুব হালকাবোধ করছি। সিনেমাটি যে, দর্শকদের পুরোপুরি তৃপ্তি মেটাবে এতে কোনো সন্দেহ নেই। এর দ্বিতীয় কিস্তিতে আমাদের আয়োজন এবং গল্পই বলে দিবে সিনেমার নাম কেন - 'ব্ল্যাক ওয়ার' এবং 'মিশন এক্সট্রিম' রাখা হয়েছে।

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম প্রযোজক ও পরিচালক সানী সানোয়ার বলেন, চলতি বছর ব্ল্যাক ওয়ার মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল। কিন্তু টেকনিক্যাল কাজগুলো সম্পন্ন করতে না পারায় একটু সময় নিতে হলো। কারণ আমরা চাই দর্শককে পরিপূর্ণ সিনেমাটি দেখাতে। নতুন বছরের প্রথম শুক্রবারেই সিনেমাটি মহাসমারোহে মুক্তি দিতে যাচ্ছি।

কপ ক্রিয়েশন প্রযোজিত মিশ এক্সট্রিমর দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। তিনি জানান, ৬ জানুয়ারি দেশে মুক্তি দেওয়ার পর আমরা ধারাবাহিকভাবে বিশ্বের অন্যান্য দেশেও ব্ল্যাক ওয়ার মুক্তি দেবো। এখন পর্যন্ত প্রায় ১৫টি দেশে মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়ে আছে।

ব্ল্যাক ওয়ার-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান শওদাগর, খশরু পারভেজ প্রমুখ। কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত হয় সিনেমাটি। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে মুক্তি দেওয়া হয় মিশন এক্সট্রিমর প্রথম পর্ব।

নিউজ ট্যাগ: ব্ল্যাক ওয়ার

আরও খবর