Logo
শিরোনাম

৮ বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন, প্রস্তুত মঞ্চ

প্রকাশিত:রবিবার ১১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রায় আট বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে। এ উপলক্ষে  জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তৈরি করা হয়েছে নৌকার আদলে বিশাল আকৃতির মঞ্চ। শহর জুড়ে সাজ সাজ রব। পদ প্রত্যাশী নেতাদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে এ সমাবেশ শুরু হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক, পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পদ প্রত্যাশী নেতাদের ব্যানার-ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে পুরো শহর ও রাস্তাঘাট। পুরনোদের পাশাপাশি নতুন নেতৃত্ব আশা করছেন তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকরা।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা জানান, ২০১৫ সালের ১৭ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ৭ বছর অতিক্রান্ত হলেও কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সম্মেলনের সব প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। স্মরণকালের সবচেয়ে সফল সম্মেলন অনুষ্ঠিত হবে এটি। কালকের সম্মেলনে অন্তত লক্ষাধিক লোকের সমাঘম ঘটবে।


আরও খবর