
শৈত্য প্রবাহের
কবলে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর। শীতে কাঁপছে দিনাজপুরের জনপদ। সন্ধ্যার পর থেকে
শুরু হয় হিমেল বাতাস। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে
হচ্ছে।
রোববার (২৫
ডিসেম্বর) আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৬টায় দিনাজপুরে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার
সর্বনিম্ন তাপমাত্রা।
গত কয়েকদিন
ধরেই দিনাজপুরের তাপমাত্রা নিচে নেমে যাচ্ছিল। শনিবার এ জেলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
করা হয় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবারের তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রী
সেলসিয়াস।
তাপমাত্রা কমার
পাশাপাশি এ জেলায় দেখা দিয়েছে শীতের প্রকোপ। সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের মুখ দেখা
যায়নি। মেঘের ভেতর লুকোচুরি খেলছে সূর্য।
দিনাজপুর আঞ্চলিক
আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান জানান, শৈত্য প্রবাহ কয়েকদিন
থাকবে এ অঞ্চলে। এছাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানান
তিনি।