Logo
শিরোনাম

৯ ঘণ্টা পর সাতক্ষীরার দূরপাল্লার বাস চালু

প্রকাশিত:বুধবার ১০ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাতক্ষীরা থেকে দূরপাল্লার গণপরিবহন বন্ধের প্রায় ৯ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১০ আগস্ট) সকালে সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরার দূরপাল্লার বাস বন্ধ ছিল।

জানা গেছে, মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে বন্ধ থাকে সাতক্ষীরা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস। এতে চরম বিপাকে পড়েন দূরপাল্লার বাসযাত্রীরা। দুই জেলার মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা থেকে সব দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। ওইদিন ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো পরিবহন সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।

মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম বলেন, মঙ্গলবার বিকেল থেকে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে বাস চলাচল শুরু হয়েছে।

সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সভাপতি তাহমিদ চয়ন বলেন, মঙ্গলবার সকাল থেকে বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে আমাদের পরিবহন বন্ধ ছিল। বিকেল ৪টার পর থেকে আমাদের সব রুটের বাস চলাচল শুরু হয়েছে।


আরও খবর