Logo
শিরোনাম

‘ইউক্রেনের জন্য আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বুধবার ১১ অক্টোবর ২০২৩ | ৮১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভসহ আশপাশের এলাকায় লড়াই চলছে। রুশ সেনারা এই দুটি শহর নিয়ন্ত্রণ নিতে ব্যাপক চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য আগামী ২৪ ঘণ্টা (সোমবার) অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন তিনি।

জেলেনস্কি বরিস জনসনকে বলেন, তিনি মনে করেন আগামী ২৪ ঘণ্টা তার দেশটির জন্য খুব কঠিন সময়। কারণ, ইউক্রেন পুরো দেশেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে লড়ছে। এ সময় বরিস জনসন ইউক্রেনের প্রেসিডেন্টের নেতৃত্বের প্রশংসা করেন।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩